ময়মনসিংহের ধোবাউড়ায় সদর বাজারে এল জিইডি’র নতুন রাস্তার ঢালাই কাজ সম্পন্ন না হতেই বিভিন্নস্থানে দেখা দিয়েছে ফাটল। ঢালাই দেওয়ার পর পানি না দেওয়ায় দুদিন না যেতেই ফাটল শুরু হয়েছে বলে দাবি করছে উপজেলা এল জিইডি অধিদপ্তর। উপজেলা এল জিইডি অধিদপ্তর সুত্রে জনা যায়, ধোবাউড়া সদর বাজার ব্রীজ থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত চারশ চল্লিশ মিটার রাস্তা ১কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দে পুননির্মাণ কাজ পায় নেত্রকোনার ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিতম এন্টারপ্রাইজ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী রাস্তা পুননির্মাণ কাজে ব্যবহার করার কারণে ঢালাই কাজ সম্পন্ন নাতেই ফাটল শুরু হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বে থাকা ধোবাউড়া বাজার ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, উপজেলা এল জিইডি অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীদের উপস্থিতিতে রাস্তার ঢালাই দেওয়া হয়েছে। কেন ফাটল শুরু হয়েছে তা আমি জানি না। তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মাহবুবুল করিম বলেন, ঢালাই দেওয়ার সময় রোদের তাপমাত্রা বেশী থাকার কারণে হয়তো ফাটল শুরু হয়েছে। যে-সব স্থানে ফাটল শুরু হয়েছে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তা ভেঙে পুনরায় ঢালায় দেওয়া হবে।