বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

কালিয়াকৈরে বিত্তশালীদের ভবন রক্ষায় ইউটার্নে সড়ক বিভাগ,স্থানীয়দের ক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকঢোল পিটিয়ে দফায় দফায় উচ্ছেদ অভিযান চালালেও বিত্তশালীদের ভবন রক্ষায় ইউটার্নে মোড় ধরেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার দুপুরে শুধু একপাশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়রা। তাদের দাবি, বিত্তশালী না দেখে দুপাশেই একত্রে উচ্ছেদ করে সড়কের প্রশস্ততা বৃদ্ধি করা হোক। এলাকাবাসী, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাজার এলাকার ভিতর দিয়ে বয়ে গেছে ঢাকার ধামরাই-গাজীপুরের মাওনা সড়ক। কিন্তু ওই বাজার এলাকায় সড়কের জমি দখল করে শতশত অবৈধ স্থাপনা নিমার্ণ করে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছে। এসব দখলদারদের মধ্যে চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী ও বিত্তশালীরাও রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের লোকজন বিভিন্ন সময় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই সড়ক বিভাগের অসাধু কর্মকতার্দের যোগসাজসে আবারো দখল করে গড়ে উঠে অবৈধ স্থাপনা। কিন্তু সম্প্রতি যানজট নিরসনে ওই সড়কের ওইস্থানে দুই লেন থেকে চারলেনে উন্নতির কাজ চলছে। ফলে গত ১২/১৩ দিন আগে ঢাকঢোক পিটিয়ে ভেকু নিয়ে উচ্ছেদ অভিযানে নেমে গোপন বৈঠকের পর ফিরে যায় সড়ক বিভাগ। ফলে সকরারী অর্থ খরচ হলেও উচ্ছেদ করা হয়নি। সড়ক বিভাগের লোকজন মাপঝোকের পর সড়কের দুপাশে লাল দাগের চিহ্ন দিয়ে দখলকারীদের স্থাপনা সরানোর সময় বেধে দেয়। এরপর চারলেনে উন্নতির খবরটি ছড়িয়ে পড়লে নি¤œবিত্ত ও মধ্যবিত্তের ব্যবসায়ীরা তাদের অবৈধ স্থাপনা সড়িয়ে নেন। কিন্তু বিত্তশালীরা নাছোর বান্দা, তারা তাদের অবৈধ স্থাপনা সড়িয়ে নেননি। এ কারণে সড়ক বিভাগের লোকজন আবারও ঢাকাঢোল পিটিয়ে গতকাল সোমবার দুপুরে সেখানে উচ্ছেদ অভিযান চালায়। এসময় অবৈধ স্থাপনা সড়ানো স্থানেই শুধু একপাশে ভেকু দিয়ে মাত্র ৩৬টি স্থাপনার খুটিগুলো ভাংচুর করা হয়। অপরপাশে কোনো স্থাপনা ভাঙ্গা হয়নি। ওই পাশে বিত্তশালী চেয়ারম্যান ও নেতাকর্মীদের অবৈধ বহুতল ভবনসহ ছোট-বড় ভবন রক্ষায় অজ্ঞাত কারণে ইউটার্নে মোড় ধরেছে সড়ক বিভাগ। শুধু একপাশে উচ্ছেদ করায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তবেএকাধিক ব্যবসায়ীর অভিযোগ, অর্থের বিনিময়ে বিত্তশালীদের অবৈধ স্থাপনা না ভেঙ্গে সড়ক বিভাগের লোকজন চলে যায়। তাদের দাবি, বিত্তশালী না দেখে দুপাশে অবৈধ স্থাপনা একত্রে উচ্ছেদ করে সড়কের প্রশস্ততা বৃদ্ধি করা হোক। গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাশেদ খান জানান, সড়কের এক পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওই পাশের উন্নয়ন কাজ শেষ হলে পর্যায়ক্রমে অপর পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে অর্থ বিনিময়ের বিষয়টি সঠিক নয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com