শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন

ইংল্যান্ড প্রবাসী চিকিৎসকদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শাহজাহান সাজু:
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২

তাহারা বুক পকেটে বয়ে নিয়ে গেছে একটুকরা বাংলাদেশে সাত সমুদ্র তের নদী যত দুরেই থাকুক, হৃদয়ে নিরন্তর বয়ে বেড়াচ্ছে উজান নদী, কোকিলের ডাক, নীবার ধানক্ষেত।।

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশী কিংস লিনের কুইন এলিজাবেথ হাসপাতালের এক দল বাংলাদেশী প্রবাসী চিকিৎসকদের আয়োজনে গত ২৬শে ফেব্রুয়ারি  যুক্তরাজ্যের কিংস লীন গেইউড চার্চ  মিলনায়তনে একুশে নিয়ে বিশেষ আয়োজন “একুশের পংক্তিমালা,”নামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উদযাপন পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নাচ,গান,কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,ফটোসেশন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা, প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের শিশু-কিশোরদের ১৯৫২
সালের ২১ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস তাদের সামনে তুলে ধরা মাতৃভাষার চর্চা ও ঐতিহ্য অব্যাহত রাখার অঙ্গিকার নিয়ে এই আয়োজন,,
স্থনীয় সময় বিকাল ৩টা হৃদয় মর্মস্পর্শী কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি
সকলের সমবেত কন্ঠে পরিবেশনের মাধ্যমে
শুরু করে রাত ৯টায় চিরচারিত বাঙালি খাবারের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্টানে ইংল্যান্ডের কিংস লিন, লন্ডন, কেমব্রিজ নরউইচ এবং ইপসউইচের চিকিৎসকরা পরিবারবর্গ অনুষ্ঠানে যোগদান করেন, উপস্থিত ছিলেন ডাঃ মাহাবুব হোসেন, ডাঃ পারভিন আক্তার, ডাঃ নাসির জুয়েল, ডাঃ দেবাশিস, ডাঃ মীর, ডাঃ রাকিন,ডাক্তার আদর ডাক্তার মারিয়া ডাঃ জিনাথ, ডাঃ আদর, ডাঃনোভা,ডাঃনুজহাত,ডাঃসুমার,ডাঃসাব্বির, ডাঃ মোহাম্মদ ইমরান,ডাঃ আশীষ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com