রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক যুদ্ধ: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সা¤প্রতিক মন্তব্যের জবাবে এ কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি মস্কোতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন- রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার একমাত্র বিকল্প হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। এর জবাবে ল্যাভরভ বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে শুধু পারমাণবিক যুদ্ধ। তিনি আরও বলেছেন, এ বিষয়টি আছে শুধুমাত্র পশ্চিমা রাজনীতিকদের মাথায়। রাশিয়ার মানুষের মাথায় এ চিন্তা নেই। যদি আমাদের বিরুদ্ধে প্রকৃতপক্ষেই যুদ্ধ হয়, তাহলে যারা এই পরিকল্পনা করছেন, আমার মতে আমাদের বিরুদ্ধে এমন পরিকল্পনা করছেন তারা।
সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে বলেন, তারাও ইউরোপকে পরাধীন করছে। ইউক্রেনে বর্তমান সরকার একটি নাৎসীপন্থি শাসকগোষ্ঠী বলেও তিনি রাশিয়ার দাবি পুনর্ব্যক্ত করেন। বলেন, গ্যাংগুলো মারিউপোল সহ বিভিন্ন শহরে লুটপাট করছে। ইউক্রেনিয়ানরা এখন বেসামরিক জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।
তিনি এক্ষেত্রে হলিউডের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, জনগণের উচিত হবে না পশ্চিমা মিডিয়ার চিত্রনাট্যের এই হলিউডের ছবি দেখা। এই মিডিয়ায় আছে অসৎ উদ্দেশ্য। একই সঙ্গে রাশিয়ার নিরাপত্তার বিনিময়ে পশ্চিমারা ন্যাটোকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাপোলিয়ন এবং হিটলারের সঙ্গে তুলনা করে বলেন, অতীতে ন্যাপোলিয়ন এবং হিটলার ইউরোপকে পরাধীন করার লক্ষ্য নিয়েছিল। আর এখন সেই কাজ করছে যুক্তরাষ্ট্র। জার্মানির নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন বাতিল করেছে ইউরো। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই সিদ্ধান্তের পিছনে আছে যুক্তরাষ্ট্র।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com