নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল, নীলকুঠি বাজার, মির্জাপুর, মুছাপুর,পাহাড়কান্দি,সাপমারা বাজার, আলগীবাজার সহ বিভিন্ন এলাকায় আওয়ামী পরিবারে ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও কুশল বিনিময় করেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এড. এবিএম রিয়াজুল কবির কাউছার। এসময় সাথে ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির মনির, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক উপকমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলী খাঁন রিপন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দীন মোহাম্মদ দীপু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি এনায়েত উল্লাহ ভুইয়া, যুগ্ম সাধারণ এডভোকেট মনির হোসেন মিঠু, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ কে এম মহিউদ্দিন, জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক জজ মাহমুদ, খন্দকার টিপু সুলতান, রায়পুরা পৌরসভা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী এমদাদ হোসেন প্রমুখ। রায়পুরা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল ভান্ডারী,রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পাপন মেম্বার, রায়পুরা উপজেলা যুব কমান্ডের সহসভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারন সম্পাদক সাবেক সেনাকর্মকর্তা মোঃ বকুল মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক মুকুল উদ্দিন সরকার, দপ্তর সম্পদ মোঃ শফিকুল ইসলাম, রায়পুরা পৌর ছাত্রলীগের সদস্য আসলাম রাজন প্রমুখ। কুশল বিনিময় কালে এবিএম কাউছার বলেন-গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট একমাত্র মাধ্যম। যারা জনগনের কাছাকাছি থাকে তাঁরাই গনতান্ত্রিক চর্চা করে। তাই, সব বাদ দিয়ে মানুষের কাছে আসুন, মানুষের কথা শুনুন, তাদের ইচ্ছা ও বিশ্বাসের প্রতি আন্তরিকতা দেখান। যারা দল মত নির্বিশেষে সকল মানুষের চিন্তা করে এবং সকলের ভালবাসা নিয়ে এগিয়ে চলে কোনো অপশক্তি তাদের থামাতে পারে না। পরে কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ুন কবির মনির এর বাড়িতে মধ্যান্হভোজে অংশগ্রহণ করেন।