শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৭তম সভা অনুষ্ঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে -আমান শ্রীমঙ্গলে নারী চা শ্রমিক-কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে সংলাপ কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম : আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের স্মরণসভা দেশবিরোধী চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে-রেজাউল করিম বাদশা দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন কয়রায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুর্গাপুরে শেষ হলো দুইদিন ব্যাপি কৃষিবিষয়ক প্রশিক্ষণ

রায়পুরায় মিথ্যা মামলা প্রত্যাহার ও গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনিরুজ্জামান মনির (রায়পুরা) নরসিংদী :
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২

নরসিংদী রায়পুরায় মিথ্যা মামলা প্রত্যাহার ও গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (৬ মার্চ) বিকালে উপজেলা মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মধ্যপাড়া গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী শাহজালাল আহামেদ রাসেল লিখিত বক্ত্যবের মাধ্যমে জানান, গত ২৮ শে ফেব্রুয়ারী আমার স্ত্রী নাজিয়া ইসলাম সেতু(২০) ও তার পরিবারের লোকজন সাংবাদিকের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে আমার নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায়। এর আগে আমার ও আমার পরিবারের নামে নরসিংদী আদালতে দুটি মিথ্যা মামলা দ্বায়ের করে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত ১৫ জানুয়ারী ২০২১ইং তারিখে পরিবারের সম্মত্তিতে আমার ও নাজিয়া ইসলাম সেতুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার চাহিদা ছিলো প্রচুর যা পূরণ করা আমার পক্ষে সম্ভব ছিলোনা। এছাড়া সে আমার ও আমার পরিবারের সাথে সবসময় খুব খারাপ আচরন করত। শুধু তাই নয় সে নেশা করার জন্য আমার সাথে প্রায়ই খারাপ ব্যাবহার করতো। একটা সময় তার অনার্সে ভর্তি পরিক্ষা শুরু হয়। সে সময় লেখা পড়া করার জন্য আমাকে বলেন তখন আমি তাকে ভৈরব ন্যাশনাল কলেজে পরার জন্য সহমত পোষন করি আমার কথা না শুনে সে নরসিংদী সরকারি কলেজে ভর্তি হয়। এমতাবস্থায় আমাদের দাম্পত্য জীবনের তার গর্ভে সন্তান আসে। সে সময় তার নেশার করার কারনে আমি তার লেখাপড়া বন্ধ করার জন্য বলি। তারপর সন্তান পেটে নিয়েই সে আমাকে প্রচুর মানসিক টরচার করতো। পরে সন্তান হওয়ার পর থেকেই তার ব্যবহার আরো লাগামহীন হয়ে পড়ে। আর এই রকম অবস্থায় আমি সহ্য করতে না পেরে বিষয়টি তার পরিবারকে অবগত করি কিন্তু তার পরিবার তার কোন সমাধান করতে না পারায় এক প্রকার বাধ্য হয়ে তাকে ডিভোর্স দেই। এছাড়া তার শরীরের গঠন নষ্ঠ হওয়ার ভয়ে তার মায়ের পরামর্শে সে আমার সন্তানকে পর্যন্ত বুকের দুধ খাওয়ায়নি। এরই পরিপেক্ষিতে তারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে ও আমার নামে নরসিংদী কোর্টে দুটি মিথ্যা মামলা করেন। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা নিরসনসহ ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। এসময় মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com