কক্সবাজারের ঈদগাঁওতে অগ্নিকান্ডে ৫ বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। রবিবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বামন কাটা এলাকায় এ অগ্নিকা-ের ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের রশিদ আহম, আলী আহমদ জানান, শাহেনা আক্তার এর বসতঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে ৫টি পরিবারের সব কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এলাকার লোকজন এগিয়ে এসে নিয়ন্ত্রনের চেষ্টা করলে ও মুহুর্তেই মৃত অসিউর রহমানের ৫ ছেলে মেয়ে, রশিদ আহমেদ, আলি আহমাদ, নুরুল আবছার, রজান আলি ও বোন শাহেনা আক্তারের ৫টি পরিবারের বসতবাড়ি, নগদ টাকা, স্বর্নলংকার, পাসপোর্ট ও খাদ্যসামগ্রীসহ সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই অগ্নিকা-ের ঘটনায় ৫টি পরিবারটি সর্বশান্ত হয়ে যায়। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে এলাকাবাসী। সকালে অগ্নিকান্ডে ঘটনাস্থন পরিদর্শন করেন অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাসান আলী ।তিনি ক্ষতিগ্রস্ত পরিবারে নগদ অর্থ সহায়তা করেন। এসময় তিনি বলেন অগ্নিকা-ে প্রায় ৭‘লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমনিতে নি¤œ আয়ের এ পরিবারে অনেকে জটিল রোগে আক্রান্ত। ক্ষতিগ্রস্ত পরিবার সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।