সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

জামালপুরে হিজড়াদের উন্নয়নে অভিভাবকদের সাথে সভা

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় হিজড়াদের জীবনমানের উন্নয়নে কমিউনিটি ও অভিভাবকদের সাথে সভা অনুষ্ঠিত হয়। ৯ মার্চ জামালপুর পৌরসভার পলাশগড় মুন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক পরিচালক জাহাঙ্গীর সেলিম।বাংলাদেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানী বিএসআরএম গ্রুপের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অভিভাবক এবারত হোসেন, হিজড়া নেতা দেলোয়ার হোসেন দেলু, উন্নয়ন সংঘের প্রকল্প কর্মকর্তা আরজু আহম্মেদ প্রমুখ।জানা যায়, হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় জামালপুরে প্রাথমিকভাবে ২৫০ জন হিজড়াদের প্রকল্পের উপকারভোগী হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য ৪ জন কর্মী নিয়োগ ছাড়াও ফোকাল পারসন ও হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।উল্লেখ হিজড়াদের চলমান আয়ের উৎস এবং কর্মসংস্থানের জন্য বিদ্যমান সুযোগগুলো চিহ্নিত করে পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানান। এ প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে চাহিদা নিরুপণ নিশ্চিত করে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। তাদের মাঝে সহজশর্তে ঋণ বিতরণসহ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি ও অন্যান্য সুবিধা প্রদানের চিন্তা করা হয়েছে। সরকারিভাবে আবাসন সুবিধা, পরিবারে তাদেরকে সংযুক্তি করা, সরকারি ভাতা নিশ্চিত করা, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংষ্কৃতি কর্মকা-ে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করাসহ উন্নয়নের মূলস্রোতধারায় হিজড়াদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সম্মান ও মানবাধিকার সুরক্ষা করা হবে।অভিভাবকরা দাবি করে বলেন সহজশর্তে ঋণের পরিমাণটা যেনো বাস্তসম্মত হয়। হিজড়াদের চলমান ভিক্ষাবৃত্তির পরিবর্তে সম্মানজনক পেশায় যেনো যুক্ত হতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com