‘মানুষ গড়ার সংকল্প-শিক্ষাই হোক প্রকল্প’ প্রতিপাদ্যে গোপালপুরে গুণীজন সংবর্ধণা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ধোপাকান্দি ইউনিয়নের ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানবিক বন্ধু ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক। সম্পাদক আয়েজ উদ্দিন আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, ওসি (তদন্ত) মো. মামুন ভূইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুত চন্দ্র দেবনাথ, ঢাকা শিশু হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম, সিনিয়র সহকারি জজ নাজমুল হক, সরকারি মোল্লারটেক উদয়ন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মো. আব্দুর রউফ আজাদ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান প্রমূখ। পরে সংবর্ধিত সাত গুণী ব্যক্তিরহাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও আট বিদ্যালয়ের তিনশত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।