শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র চলছে: নজরুল ইসলাম খান পতিত আ’লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায় নাই : ডা. শফিকুর রহমান জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : তারেক রহমান ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে ভারতে ‘অবৈধ’ শেখ হাসিনা, এখন কী পদক্ষেপ নেবে ভারত দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের? আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ মুসল্লিদের প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য অশনিসংকেত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

আগামী নির্বাচন সময় মত হবে একচুল এদিক সেদিক হবে না

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক বলেন, হঠাৎ করে ছাএলীগ সৃষ্টি হয়নি স্বাধীন বাংলাদেশের ইতিহাসের একটি বড় অংশই হলো এই ছাত্রলীগ। যখন পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আর কোনো দল ছিল না। তখন ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় এবং নিয়ামক দায়িত্ব পালন করেছে এই ছাত্রলীগ। গত বুধবার (২৩ মার্চ) দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জামালপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।জাহাঙ্গীর কবীর নানক বলেন, আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলে তার মুক্তির জন্য রাজপথ কাঁপিয়ে দিয়েছিল এই ছাত্রলীগ। এই ছাত্রলীগ সত্তরের নির্বাচনে মানুষকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করায় বঙ্গবন্ধু একক সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে বিজয়ী হয়েছিলেন। এই ছাত্রলীগকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ক্রান্তিকালে আওয়ামী লীগের অনেক নেতারাই বিশ্বাস ঘাতকতা করেছেন। কিন্তু এই ছাত্রলীগ কখনোই রাজপথ ছাড়ে নাই।তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে জানতে হবে। তরুণ প্রজন্মের কাছে বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্যসহ সকল প্রকার উন্নয়ন কর্মকা- তুলে ধরতে হবে।আওয়ামী লীগ নাকি দেশ ধ্বংস করে দিচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তেব্যের জবাবে জাহাঙ্গীর কবীর নানক বলেন, মানুষ সাথে আমরা বিশ্বাস ঘাতকতা করেনি মানুষ আপনাদেরকেই লাল কার্ড দেখিয়েছে মির্জা ফখরুল সাহেব। আপনাদের নির্বাচন ভালো লাগে না। নির্বাচন কমিশন ভালো লাগে না। মনে রাখবেন আগামী জাতীয় নির্বাচন সময় মতোই হবে। এক চুল সময়ও এদিক সেদিক হবে না। জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি, বেগম হোসনে আরা এমপি, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।পরে বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। আগামী এক বছর মেয়াদী জেলা ছাত্রলীগের কমিটিতে খাবিরুল ইসলাম খান বাবুকে সভাপাতি এবং নাফিউল করিম রাব্বীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com