ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার নির্বাচন কমিশনে গেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে যান তিনি। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে তারা। রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পক্ষে, কোন দল বা প্রার্থীর পক্ষে নয়।
গত মাসে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন আর্ল রবার্ট মিলার। সদ্য সাবেক রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বিদায় নেয়ার আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে মিলারের নাম ঘোষণা করেন।
এর পর গত ১৩ অক্টোবর মার্কিন সিনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন পান আর্ল রবার্ট মিলার। বাংলাদেশে আসার আগে আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিলার।
খবরপত্র/এমআই