রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় বাউৎ উৎসবে মেতেছে সৌখিন মাছ শিকারীরা আগামীতে প্রতিটি সংসদ নির্বাচন হবে তত্ত্ববাধায়ক সরকারের অধীনে-আমান উল্লাহ আমান লালমনিরহাটে সার নিয়ে কৃষকের হাহাকার কলমাকান্দায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ হলে দেশীয় মাছের সরবরাহ বাড়বে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় মেলামাইন ও প্লাস্টিক সামগ্রীর ভীড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি শিল্প মঠবাড়িয়ায় জেলেপল্লীতে এক টাকায় এক বেলা আহার তারেক রহমান বলেছেন, তৃতীয় প্রতিবাদ অবশ্যই আমার কানে পৌছাবে-ডা: মাজহার শহীদ আবু সাইদের মতো আদর্শবান সাহসী ছাত্র তৈরি করতে হবে-এম.জহির উদ্দিন স্বপন লালমোহনে উদ্বোধন হলো ‘গজারিয়া ইসলামিক মডেল একাডেমি’

কালীগঞ্জে মাসব্যাপী পুনাকের বস্ত্র মেলাবন্ধের দাবিতে স্থানীয় ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২

গাজীপুরের কালীগঞ্জে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) তাঁত ও বস্ত্র মেলা বন্ধের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। ঈদের পূর্বে কালীগঞ্জ উপজেলার ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকায় কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হতে যাওয়া বাংলাদেশ তাঁত শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং পুনাক গাজীপুর জেলা পুলিশের আয়োজনে তাঁত ও বস্ত্র মেলা বন্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। কালীগঞ্জ উপজেলার ব্যবসায়ীবৃন্দের আয়োজনে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার নতুন ব্যাংকের মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, প্রিন্স মোর্শেদ, জনি আহমেদ, সাব্বির আহমেদ, তরিকুল ইসলাম প্রমুখ। কালীগঞ্জ বাজার ব্যবসায়ী নেতারা বলেন, বিগত ৩টি বছর করোনার কারণে তারা মারাত্মভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়ে পথে বসেছেন। এরমধ্যে যারা টিকে আছে নানা প্রতিকুল অবস্থায় দিন কাটাচ্ছেন। সারা বছরে দুটি ঈদক কেন্দ্র করে তাদের এই ব্যবসা। তারা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে ব্যাংক ও স্থানীয় দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে দোকানে বিনিয়োগ করেছেন। ১০ এপ্রিল থেকে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া মাসব্যাপী পুনাকের তাঁত ও বস্ত্র মেলা স্থানীয় ব্যবসায়ীদের ভীষণভাবে পুঁজি লোকসানের মুখে পড়বে বলেও জানান তারা। পরে তারা শান্তিপূর্ণ মানববন্ধন শেষে কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসসাদিকজামান, পৌরসভার মেয়র এসএম রবীন হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, বিষয়টি নিয়ে তিনি ইউএনও’র সাথে কথা বলবেন। পৌর মেয়র এস.এম রবীন হোসেন বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকি আপা ও গাজীপুর জেলা প্রশাসকের সাথে কথা বলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন। কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসসাদিকজামান বলেন, যেহেতু ডিসি অফিস থেকে অনুমোদন নিয়ে মেলার আয়োজন করা হচ্ছে, তাই তিনি এ ব্যাপারে কিছু বলতে চাননি। তবে বিষয়টি নিয়ে তিনি ডিসি মহোদয়ের সাথে কথা বলবেন বলে স্থানীয় ব্যবসায়ীদের আশ^স্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com