চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে পাঁচদিনের এক শিশু। এটাই দেশে সবচেয়ে কম বয়সী করোনা রোগী শনাক্ত।
বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবের পরীক্ষায় তার করোনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। নমুনা সংগ্রহের সময় ওই শিশুর বয়স ছিল একদিন।
জানা যায়, শিশুর মা চট্টগ্রাম নগরের খুলশি এলাকায় বসবাস করেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়।
চমেক সূত্র জানায়, ২৩ মে শিশুর মায়ের করোনাভাইরাস শনাক্ত হয় এবং তখন তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাস নিশ্চিত হওয়ার পর তাকে ২৪ মে সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওইদিন দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার সন্তান জন্ম হয়। পরদিন শিশুটির নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের সময় শিশুটির বয়স ছিল একদিন। চারদিন পর বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় শিশুটির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
এমএস/খবরপত্র/প্রিন্স