বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৭তম সভা অনুষ্ঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে -আমান শ্রীমঙ্গলে নারী চা শ্রমিক-কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে সংলাপ কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম : আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের স্মরণসভা দেশবিরোধী চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে-রেজাউল করিম বাদশা দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন কয়রায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুর্গাপুরে শেষ হলো দুইদিন ব্যাপি কৃষিবিষয়ক প্রশিক্ষণ

নওগাঁর সাপাহারে কৃষির উন্নয়নে প্রয়োজন তারাচাঁদ খাড়ি পুনঃ খনন

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২

নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলায় অবস্থিত দোহারা খাড়ি -তারাচাঁদ খাড়ি (খাল)কে ঘিরে একটি সময় উপযোগী বহুমূখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে এলাকার কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে। এই ঠাঁঠাঁ বরেন্দ্রভূমিকে চির সবুজ শ্যামল করে গড়ে তোলার লক্ষে বিগত ২০০৫ সালের দিকে সরকার এলজিইডি কর্তৃপক্ষের মাধ্যমে ২টি খাড়ি(খাল)নিয়ে দোহারা খাড়ি-তারাচাঁদ খাড়ি পাবসস লিঃ নামে একটি উপ-প্রকল্প গ্রহণ করেন। উল্লেখিত ওই প্রকল্পের মাধ্যমে দোহারা খাড়ি-তারাচাঁদ খাড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিঃ এর নিরলস প্রচেষ্টায় বরেন্দ্র ভূমি চির সবুজ ভূমিতে পরিণত হয়। স্থানীয়রা কৃষকগণ জানান দোহারা খাড়ি তারাচাঁদ খাড়ি পাবসস লিঃ এর মাধ্যমে এলজিইডি কর্তৃপক্ষ উপ-প্রকল্পটির মাধ্যমে দুটি খাল পুনঃ খনন,ওয়ার সহ বিভিন্ন কাজ করছে। ইতোমধ্যে প্রকল্পটি উপজেলার দোহারা খাড়ি এলাকায় বাঁধ স্থাপন ও খাল পুনঃ খনন করে সেচের মাধ্যমে উপজেলার বেশ কয়েক হাজার হেক্টর ফসলী কৃষি জমি তিন ফসলি জমি হিসেবে পরিণত করে এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছে। প্রকল্পটি দোহারা খাড়ি এলাকার বেশ কয়েক হাজার মানুষের জমি চাষ-আবাদের জন্য পানি সংরক্ষনের ব্যাবস্থা নিশ্চিত করেছিল। বৃষ্টির পানি সংরক্ষনের জন্য প্রায় ১৫কিঃমিঃ এলাকায় খাড়ী(খাল) খনন করে সেখানে পানি ধরে রাখার ব্যবস্থা, ২টি ক্রসডেম স্থাপন করেছিল। অপর দিকে তারাচাঁদ খাড়িটি (খাল) খনন বা সংস্কার না করায় সেটি বর্তমানে অর্ধেক ভরাট হয়ে পড়েছে। চলতি মৌসুমে ফসলে সেচের পানির চরম অভাব দেখা দিয়েছে। এলাকার ভুক্তভোগী কৃষকদের কথা চিন্তা করে তারাচাঁদ খাড়ি (খাল) কে ঘিরে একটি বহুমুখী উন্নয়ন প্রকল্প গ্রহনের মাধ্যমে সেচ সুবিধা বাড়ানোর লক্ষে তারাচাঁদ খাড়ি পুনঃ খনন, তারাচাঁদ খাড়িতে আরও ২টি ক্রসডেম নির্মান,১২০মিটার প্যালাসেটিং(বাঁধ)নির্মান সহ ঐতিহ্যবাহী জবই বিল হতে আন্ডার গ্রাউন্ড পাইপ লাইন স্থাপন করে খরা মৌসমে পানি সরবরাহ, বিদ্যুত চালিত সেচ পাম্প স্থাপন ও সেচ সুবিধার জন্য পাকা ড্রেন নির্মানের ব্যবস্থা করা হলে ওই এলাকার বিপুল পরিমান ফসলের জমি সেচ সুবিদার আওতাভুক্ত হবে। খালে সারা বছর পানি জমে থাকলে সেখানে মাছ চাষ, পাড়ে গাছ পালা রোপন ও মাঠে সহজে ফসল উৎপাদনের মাধ্যমে এলাকার কৃষিখাত আরোও সমৃদ্ধশীল হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com