গাজীপুরের কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামান। নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- ইউনেস্কো কর্তৃক ‘মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্বের গুরুত্বপূর্ণের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্বারোপ করে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল দশটায় পহেলা বৈশাখে র্যালি কর্মসূচি পালন করা হবে। সকাল সাড়ে দশটায় বাংলা নববর্ষ বর্ণিলভাবে উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা (বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধু), সাংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন প্রতিটি ইউনিয়নে বৈশাখী শোভাযাত্রা আয়োজনসহ বাংলা নববর্ষ উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রতিটি ইউনিয়নে বাংলা নববর্ষ পালিত হবে। উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নববর্ষ উদযাপন উপলক্ষে ফেস্টুন, ব্যানার ও বর্ণিল সাজে সজ্জিত করা হবে। এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আনিসুর রহমান, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.শাহাদৎ হোসেন, উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এসএম আলমগীর হোসেন, নাগরী ইউপি চেয়ারম্যান মো.অলিউল ইসলাম অলি, পল্লী বিদ্যুতের ডিজিএম মো.কামরুজ্জামান প্রমুখ।