মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
ভৈরবে ট্রেন ট্র্র্র্যাজেডির এক বছর আজ শিবচরে গত ৮ দিনে ৪৬ লক্ষাধিক মিটার অবৈধ জাল জব্দ যশোরের সিনেমা ঐতিহ্যবাহী মনিহারে হচ্ছে সিনেপ্লেক্স পিরোজপুরে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস কেরানীগঞ্জে কামালস ওয়েসিস কনভেনশন হল উদ্বোধন জগন্নাথপুরে নিরাপদ সড়ক চাই (নিসচার) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা দুই দিনের মধ্যে সীতাকুন্ড সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি, অন্যথায় কলমবিরতি দাউদকান্দি-মতলব সড়কের নির্মাণ কাজ তিন বছরেও শেষ হয়নি : চরম জনদুর্ভোগ শেরপুরে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে ডিম ও সবজি বিক্রি কার্যক্রমের উদ্বোধন

ঈদ উপলক্ষে ফটিকছড়ির বিভিন্ন বাজারে অপরাধ নিয়ন্ত্রণে মাঠে থাকবে পুলিশের মোটরসাইকেল টিম

সাইফুল ইসলাম ফটিকছড়ি (চট্টগ্রাম) :
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

পবিত্র ঈদুল ফিতর আসন্ন। তাই ঈদ প্রেমি নারী-পুরুষ বাজার থেকে ঈদের কেনাকাটা করতে যেমন মুখর। তেমনি ইভটিজার, ছিনতাইকারী, পকেটমার ও মলম পার্টির বিচরণ এসময়ে এসব বাজারে বেশি লক্ষ্য করা যায়। তাই এসব ইভটিজার, ছিনতাইকারী, কিশোরগ্যাং, পকেটমার ও মলম পার্টির হাত থেকে বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে আনতে ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ মোটরসাইকেল টিম দিয়ে মনিটরিং করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফটিকছড়ি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার। থানা সুত্রে জানা গেছে, বাজার করতে আসা সাধারণ ক্রেতা ও নারীদের নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে ইভটিজার, ছিনতাইকারী, পকেটমার ও মলম পার্টির উৎপাত রোধ করতে ফটিকছড়ি থানার বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, আজাদী বাজার ও মোহাম্মদ তকীরহাটে দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নিয়োজিত থাকবে থানা পুলিশের বিশেষ পাঁচটি মোটর টিম। এছাড়াও মোটর টিমকে সহায়তা দিতে সার্বক্ষণিক আরো তিনটি মোবাইল টিম নিয়োজিত থাকবে। এ তিনটি টিম সারা রাত টহল দেবে এসব বাজারসমূহে। বিশেষ এ টহলের দায়িত্বপ্রাপ্ত ও থানার সেকেন্ড অফিসার এস.আই সোহেল কুদ্দুস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ফটিকছড়ির ঈদ বাজার গুলোতে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করার লক্ষ্যে ২০ রমজানের পর মোটর টিম দ্বীগুণ করে ২৪ ঘন্টা বাজারের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাবে। মোটর টিম সম্পর্কে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ঈদ বাজারে কেনাকাটা করতে আসা মা বোনেরা বখাটেদের দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হন। এছাড়াও ঈদ উপলক্ষে মলম পার্টি ও ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে যায়। ক্রেতা সাধারণ ও মা বোনদের অর্থ ও ইজ্জতের নিরাপত্তা দিতে আমি ব্যতিক্রম এ উদ্যোগ নিয়েছি। এতে করে অপরাধ অনেকটা কমে আসবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com