শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

পটিয়া থানার মোড় বিমান হামলা দিবস পালিত

আ.ন.ম. সেলিম পটিয়া :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর অল্প ক’দিন পরেই ১৬ এপ্রিল তারিখে পটিয়া সদরের থানার মোড় এলাকায় পাক বাহিনীর জঙ্গি বিমান থেকে নির্বিচারে এলোপাথাড়ি বোমা হামলা ও গুলিবর্ষণে নিহত হন হোমিও চিকিৎসক ছৈয়দ আহমদ, পথচারী ফয়েজ আহমদ, ছৈয়দুল হক, আলী আকবর, আমীর আহমদ, আবুল খায়ের, বিজয় দে, মধুসূদন মিত্র, রমণীমোহন মজুমদার, সতীশ দেবনাথ, পীযুষ চৌধুরী, রবীন্দ্রলাল চৌধুরী, মঙ্গলাদেবী চৌধুরী, রিকশা চালক দুদু মিয়া, নছুমা খাতুন, ঘোড়াগাড়ি চালক উমর আলীসহ অন্তত ২০জন সাধারণ মানুষ। আহত হন অর্ধশতাধিক। ধ্বংসস্তুপে পরিণত হয় থানার মোড় মসজিদ, এ এস রাহাত আলী হাইস্কুলসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ঐতিহাসিক পটিয়া বিমান হামলা দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় পটিয়া গৌরব সংসদের উদ্যোগে শনিবার বিকেল তিনটায় পটিয়া থানার মোড় প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, শিক্ষাবিদ অধ্যাপক অজিত কুমার মিত্র, সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, অধ্যাপক ভগীরথ দাশ, মাস্টার হারুনুর রশিদ, শ্যামল দে, জাহেদউল পাশা আকাশ, আবদুর রহমান রুবেল, আবু সাঈদ তালুকদার খোকন, ডা. পিন্টু কুমার দে, পল্লব মহাজন রাজা, ডা. রতন দে, দেবাশীষ বড়ুয়া সাজু, রাজীব দাশ, মোরশেদুল আলম, নাইম উদ্দিন। এসময় মেয়র মো. আইয়ুব বাবুল পটিয়া পৌরসভার অর্থায়নে শহীদ স্মরণে স্থায়ী স্মৃতিসৌধ স্থাপনের ঘোষণা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com