জয়পুরহাটের কালাইয়ে ০৩ নং আহম্মেদাবাদ ইউনিয়নে ঝামুটপুর চাঁন্দাইর দাখিল মাদ্রাসা মাঠে কালাই উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে গত ২১ এপ্রিল দুপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক কৃষাণিদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। কালাই উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার সোহেল মোহাম্মদ শামছদ্দিন ফিরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী হাসান। বারি সরিষা-১৪ জাতের উপর কৃষকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম। মাঠ দিবসে উক্ত ব্লকে ৭০ জন কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।