২৬ এপ্রিল মঙ্গলবার সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপলক্ষে উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৩২৯০৪ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ২৭ পরিবারকে জমির দলিলসহ মাননীয় প্রধানমন্ত্রীর ঈদের উপহারের জমি ও গৃহ হস্তান্তর করা হয়। এ উপলক্ষে এদিন স্থানীয় টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার জোবাইদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ এনামুল হাসান, মহালছড়ি ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সকল বক্তারা এবং সভার সভাপতি তাঁদের বক্তব্যে আবেগাপ্লুত কণ্ঠে মাননীয় প্রধানমন্ত্রীর অকুণ্ঠ সমর্থন ও ভূয়শী প্রশংসা করে বলেন জাতির জনকের সোনার বাংলা বিনির্মানে ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়ার ব্রত নিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে আজ উন্নত দেশের তালিকায় স্থান করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুফল ভোগীদের সকলে শেখ হাসিনাকে আজীবন মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এবং তারা সৃষ্টি কর্তার নিকট তাঁর দীর্ঘায়ু ও সুসবআস্থ্য এবং সাফল্য কামনা করে দোয়া করেন। শেষে মহালছড়ি উপজেলা ২৭ পরিবার ভূমির দলিল সহ মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার উপলক্ষে পাকা ঘর হস্তান্তর করা হয়।