শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

আবারও বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে চাই: পুষ্কর খীসা মিমো

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

মার্চে এশিয়া কাপ হকির বাছাইয়ে ওমানের বিপক্ষে শেষ টাইব্রেকার শটে লক্ষ্যভেদ করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন পুষ্কর খীসা মিমো। ওমান বধের অন্যতম নায়কের এশিয়ান গেমস ও এশিয়া কাপের চূড়ান্ত দলে জায়গা নিয়ে সংশয় ছিল। সমালোচনার পর শেষ পর্যন্ত ১৮ সদস্যের দলে জায়গা হয় রাঙ্গামাটি থেকে উঠে আসা এই ফরোয়ার্ডের। জায়গা পেয়ে নতুন উদ্যমে লাল-সবুজ দলকে নিজের সেরাটা দেওয়ার পণ করেছেন তিনি।
প্রায় এক যুগ ধরে লাল-সবুজ দলের প্রতিনিধিত্ব করছেন মিমো। মাঝে একবার পারফরম্যান্সের কারণে বাদ পড়লেও ঠিকই আবার জায়গা করে নিয়েছেন। এবার এশিয়া কাপের বাছাই পর্বে ৩ গোল করে নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। যদিও পারফরম্যান্স করেও জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে শুরুতে জায়গা না পাওয়ার সংশয় ছিল তার। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিমো বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে কিছুটা ভুল বোঝাবোঝি হয়েছিল। আমি ছুটিতে গিয়ে অনুশীলনে পরে যোগ দেই। আমাদের ওখানে উৎসব ছিল তাই। এ নিয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। পরবর্তীতে কঠিন পরিশ্রম করে নিজেকে নতুন করে প্রমাণ করতে হয়েছে।’
শেষ পর্যন্ত ১৮ সদস্যের স্কোয়াডে থাকতে পেরে মিমো যারপরনাই খুশি। এশিয়ান গেমসের বাছাই পর্বে ওমান হলো বড় বাধা। আবারও সুযোগ পেলে শক্তিধর প্রতিপক্ষের বিপক্ষে গোল করে দলকে জেতানোর কথা বললেন এই তারকা, ‘শুরুতে যখন শুনেছিলাম আমি চুড়ান্ত স্কোয়াডে হয়তো থাকবো না, তখন মনটা খারাপ হয়েছিল। আশাহত হয়েছিলাম। পরবর্তীতে ডাক পেয়ে অনেক খুশি বলতে পারেন। এখন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে হবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘শুরুতে গেমস বাছাইয়ে আবারও ওমানের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলতে চাই। গোল পেতে চাই। বাংলাদেশ দলকে আবারও বাছাইয়ে চ্যাম্পিয়ন করতে চাই। তারপর এশিয়া কাপেও ভালো করার লক্ষ্য।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com