নওগাঁর বদলগাছী উপজেলায় পেশাগত গোশত ব্যবসায়ী/কসাইদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এবং পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ বিধিমালা-২০২১ বিষয়ে কসাইদের অবহিত করণ বিষয়ে প্রাণিসম্পদ অফিসের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ গোলাম মর্তুজা, সাংবাদিক হাসানুজ্জামান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রশিদ, সাংবাদিক রুবেল হোসেন, প্রাণিসম্পদ মাঠ সহকারী মুতাশিন,কসাই জিল্লুর রহমান প্রমুখ। সভায় বক্তাগণ বলেন,কেউ যেন কোন হাট- বাজারে স্বাস্থ্য সনদ ছাড়া অসুস্থ, রুগ্ন, গর্ভবতী গরু-ছাগল জবাই করতে না পারে তার জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। এছাড়াও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সকল কসাইদের লাইসেন্স গ্রহনের জন্য আহবান জানানো হয়।