গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক অনুর্ধ্ব-১৭) ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতিয় গোন্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (বালিকা অনুর্ধ্ব-১৭)’র উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী কালীগঞ্জ শ্রমীক কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌরসভার মেয়র এস.এম. রবিন হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, উপজেলা যুবলীগের সভাপতি এস.এম. আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, শাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা প্রমুখ।