জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ‘আমাদের সবার এক দফা, এক দাবিÍ এই সরকারের পতন চাই। এই দাবিতে যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এটা কোনো ব্যাপারই না। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শফিউল আলম প্রধানের অভাবটা খুব অনুভব হচ্ছে।’ গতকাল শনিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত শফিউল আলম প্রধানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শোক হোক শক্তি, গণতন্ত্র পাক মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ জাগপার নেতাকর্মীরা।
তাসমিয়া প্রধান বলেন, ‘আমি কি পাবো সেটা না ভেবে ঐক্যবদ্ধ হয়ে এগুলোর প্রতিবাদ করলে জালিম সরকারের পতন ঘটবেই। পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের মানুষ, কাশ্মীরের মানুষ কম অত্যাচার সহ্য করছে। শ্রীলঙ্কার মানুষ আজকে রুখে দাঁড়ায় নাই? তাহলে আমরা কেন পারবো না।’ তিনি বলেন, ‘জাগপার প্রতিটি নেতাকর্মী এই ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে। এই সরকারের পতন হবে, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে আনতে পারবো, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারবো। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু।’