সীতাকুণ্ড পৌরসভার কয়েকটি ওয়ার্ডে অনিয়মের মাধ্যমে দলীয় কমিটি ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলায় লিখিত অভিযোগ করায় প্রতিবাদকারীদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করে পৌর বিএনপির আহবায়ক কমিটি। গতকাল সীতাকুণ্ড প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মোজাহের উদ্দিন আশরাফ। তিনি জানান, পৌরসভার কয়েকটি ওয়ার্ডে দলীয় কমিটি ঘোষণা করে বর্তমান আহবায়ক কমিটি। ঘোষিত এসব কমিটি গঠনে আহবায়ক সদস্যদের না জানিয়ে কিংবা আনুষ্ঠানিক কোন বৈঠক বা আলাপ-আলোচনা না করে ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর এ,কে,এম শামছুল আলম আজাদের বাসায় গোপনে করা হয়েছে বলে লিখিত একটি অভিযোগ উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার বরাবর জমা দেন তারা। সংবাদ সম্মেলনে মোজাহের উদ্দিন আশরাফ বলেন, একটি পক্ষ আসলাম চৌধুরীকে অন্যায় ভাবে বাদ দিতে উঠে পড়ে লেগেছে। তিনি দীর্ঘদিন যাবৎ কারাগারে থাকার সুযোগ নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে তাকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে। অপকৌশলের মাধ্যমে আসলাম চৌধুরীর সমর্থক হওয়ায় আমাদেরকেও কমিটি থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আহবায়ক সদস্য শহীদুল্লাহ ভূঁইয়া, সদস্য খুরশিদ আলম, পৌর যুব দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন রেজা চৌধুরী, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফ জিকু ও সদস্য সচিব শাকিল ভূঁইয়া প্রমুখ। এদিকে অভিযোগের বিষয়ে ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও উত্তর জেলা বিএনপির সদস্য এবং পৌরসভা আহবায়ক কমিটির ১নং সদস্য এ,কে,এম শামছুল আলম আজাদ জানান, যেহেতু বিএনপির রাজনৈতির সাথে আমি জড়িত সেহেতু দলীয় নেতৃবৃন্দ আমার বাসায় বসে রাজনৈতিক আলাপ-আলোচনা কিংবা কমিটি করা খুবই স্বাভাবিক। ২১ জন কাউন্সিলরের উপস্থিতিতে ৫নং ওয়ার্ডে কমিটি ঘোষিত হয়েছে। সেখানে পকেট কমিটি হওয়ার অভিযোগ খুবই হাস্যকর। দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় আহবায়ক কমিটির ৩ সদস্যকে শৌকজ করা হয়েছে। শৌকজের জবাব না দিয়ে উল্টো তারা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে আমাকে জড়িয়ে পৌর বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে তাদের আনীত অভিযোগ সম্পূণ ভিত্তিহীন। দলীয় নেতৃবৃন্দ শৃংঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক শীঘ্রই সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবে।