পটুয়াখালীর গলাচিপায় জাতীয় দৈনিক “ভোরের কাগজ” পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌরধুরী এমপি, সম্পদক শ্যামল দত্তসহ ৫জনের বিরুদ্ধে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতে’র দায়ের করা মিথ্যা মানহানি মামলা প্রত্যাহার ও শীর্ষ মাদক করবারী রিফাতের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গলাচিপা প্রেস ক্লাবের আয়োজনে সকল পর্যায়ের সাংবাদিকদের অংশ গ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, একাংশের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক সোহাগ রহমান প্রমুখ। সমাবেশে মু. খালিদ হোসন মিলটন বলেন, অবিলম্বে “ভোরের কাগজ” পত্রিকার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলার বাদীর বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণসহ কুমিল্লার মেয়র নির্বাচনে তার মনোনয়ন পত্র বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি সকল সাংবাদিকদের পক্ষে জোর দাবি জানাচ্ছি। এছাড়া জাতীয় দৈনিক “মানবজমিন” পত্রিকার সাতক্ষীরা জেলার প্রতিনিধিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর হুকুমে নির্মম প্রহার করার তীব্র নিন্দা, প্রতিবাদসহ ওই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তি মূল্যেক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।