শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৭তম সভা অনুষ্ঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে -আমান শ্রীমঙ্গলে নারী চা শ্রমিক-কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে সংলাপ কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম : আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের স্মরণসভা দেশবিরোধী চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে-রেজাউল করিম বাদশা দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন কয়রায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুর্গাপুরে শেষ হলো দুইদিন ব্যাপি কৃষিবিষয়ক প্রশিক্ষণ

কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে টিনের স্কুল খোলা আকাশের নীচে চলছে শিক্ষা কার্যক্রম

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে নাছির মোহাম্মদ পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনের পুরো ভবনটি কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে। খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পড়াতে হচ্ছে। মেরামতের সহযোগিতা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা গেছে, বিগত ২০১৫ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মুুহাম্মদ ফিজনূর রহমানের আন্তরিকতায় শিক্ষানুরাগী মুুহাম্মদ সাইফুল আলমসহ এলাকাবাসীর সহযোগীতা নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিরলসভাবে বিদ্যালয়ের জন্য কাজ করে যাচ্ছেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, মুহাম্মদ সাইফুল আলম। বিদ্যালয়ের জন্য অনেকে জায়গা দান করেছেন। প্রতিবছরে বিদ্যালয়ের পিএসসি পরীক্ষায় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ২৪০জন। শিক্ষকের সংখ্যা ৪জন। গত কয়েকদিন পুর্বে রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের পুরো টিনের ভবনটি উড়ে যায়। ভবনটি কালবৈশাখীর ঝড়ে ভেঙ্গে যাওয়ার ফলে শ্রেনী কক্ষে ক্লাস চলার কোন সুযোগ নাই। যার ফলে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী শহীদুল ইসলাম বলেন, কাল বৈশাখীর ঝড়ের কারণে আমাদের বিদ্যালয়ের পুরো টিনের ভবনটি ভেঙ্গে গেছে। এখন আমরা অতি কষ্টে ক্লাস করছি। কতক্ষণ রোদ, আবার বৃষ্টি হলে স্কুল থেকে ভিজে বাড়ীতে চলে যেতে হয়। আরেক শিক্ষার্থী নাছিমা বেগম বলেন, খোলা আকাশের নিচে ক্লাস করতে অসুবিধা হচ্ছে। রোদে পুড়ছি আর বৃষ্টির পানিতে বিছতেছি। দ্রুত টিনের ছাউনিসহ ভবনটি মেরামত করলে আমাদের জন্য উপকৃত হবে। বিদ্যালয়ের দাতা সদস্য মফিজুর রহমান জানান, ইতিপূর্বে বিদ্যালয়টি কয়েকবার ঝড়ে একই অবস্থা হয়েছিল। ‘টিনের ছাউনি দিয়ে ভবনটি হওয়ার কারণে বার বার এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়টি নতুন করে পাকা বিল্ডিং ব্যবস্থার জোর দাবী জানাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কিশোর চৌধুরী বলেন, ইতিমধ্যে এ বিষয়ে ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। ভবনটি ভেঙ্গে যাওয়ার কারণে খোলা আকাশের জন্য কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মুুহাম্মদ সাইফুল আলম জানান, ২০১৫সালে তৎকালীন ইউএনও ফিজনূর রহমান স্যারের আন্তরিকতা ও এলাকাবাসীর সহযোগীতা নিয়ে বিদ্যালয়টি টিন দ্বারা ভবনটি নির্মাণ করা হয়। গেল কয়েকদিন পুর্বে কালবৈশাখীর ঝড়ে আমাদের বিদ্যালয়ের টিনের পুরো ভবনটি ভেঙ্গে গেছে। ছাত্র-ছাত্রীদের খোলা আকাশের নিচে ক্লাস করাতে হচ্ছে। বিদ্যালয়ের জাতীয়করণ ও নতুন ভবনের জন্য মাননীয় এমপি মহোদয়ের ডিও লেটার দিয়ে সংশ্লিষ্ঠ দপ্তরের পাঠানো হয়েছে। বিদ্যালয়টি জাতীয়করণ ও একটি ভবন পেলে এলাকার শিক্ষার্থীরা পাঠদান করতে পারবে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুুহাম্মদ মোসলিম উদ্দিন বলেন, বিদ্যালয়টি প্রতি বছরে ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। খোলা আকাশের নিচে ছাত্র-ছাত্রীদের পাঠদান সত্যিই অনেক কষ্টদায়ক। আমরা ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ কে অবহিত করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com