সিরাজগঞ্জের তাড়াশে ইউনুছ তাড়াশী নামের একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কৃষককের পুকুরের পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের শান্তান গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভুক্তভোগী কৃষক কছের আলীর একটি চার বিঘা আয়তনের পুকুরের পাড় ঘেষে নতুন পুকুর খনন শুরু করেছেন প্রভাশালী ব্যক্তি ইউনুছ তাড়াশী। সে কৃষকের পুকুরের উত্তর পাড় নিজের বলে দাবি করেন। পরে আমসহ পুকুর পাড়ের তিনটি গাছ ও একটি ইউক্যালিপটাস গাছ কেটে নেন। কৃষক কছের আলী বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আমি পুকুরে মাছের চাষ করছি। পুকুরের পাড়ে আম গাছ ও ইউক্যালিপটাস গাছ রয়েছে আমার। কিন্তুন প্রভাবশালী ব্যক্তি ইউনুছ তাড়াশী পুর্ব শত্রুতার জের ধরে তার ছেলে শামীম(২৮), মেয়ে রুকাইয়া(২৪) ও তার স্ত্রী ছেলিনাকে(৪৮) দিয়ে আমার পুকুর পাড়ের আনুমানিক ৮ মণ আমসহ তিনটি গাছ ও একটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন। কৃষক কছের আলী আরো বলেন, গাছগুলো কাটার সময় বাধা দিতে গেলে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দেন আমাকে। এদিকে ইউনুছ তাড়াশী বলেন, কছের আলীর পুকুরের পাড়ের মধ্যে আমার জমির অংশ রয়েছে। তাই গাছগুলো কেটেছি। এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।