আল্লাহ বলেন, ‘আর আমি জিন ও মানুষকে শুধু এ জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে।’ [ সুরা : জারিয়াত, আয়াত : ৫৬ ]
মহান আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন শুধু তাঁর ইবাদত করার জন্য। তবে তিনি ইচ্ছা-অনিচ্ছার ক্ষমতাও মানুষকে দিয়েছেন। তাই কেউ আল্লাহপ্রদত্ত ক্ষমতা যথার্থ ব্যয় করে ইবাদতে আত্মনিয়োগ করেছে এবং কেউ এই ক্ষমতার অপব্যবহার করে ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলেন, ‘আর আমি জিন ও মানুষকে শুধু এ জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। ’ (সুরা : জারিয়াত, আয়াত : ৫৬)। অন্য আয়াতে এসেছে, ‘অথচ তাদের এ ছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা বিশুদ্ধ অন্তরে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর ইবাদত করবে এবং সালাত কায়েম করবে ও জাকাত আদায় করবে। আর এটাই হলো সরল-সঠিক দ্বিন। ’ (সুরা : বাইয়িনাহ, আয়াত : ৫)
হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আল্লাহ তোমাদের তিনটি বিষয় পছন্দ করেন এবং তিনটি বিষয় অপছন্দ করেন। পছন্দনীয় বিষয়গুলো হলোÍএকমাত্র তাঁরই ইবাদত করবে, তাঁর সঙ্গে অন্য কাউকে শরিক করবে না এবং আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করবে এবং পরস্পর বিচ্ছিন্ন হবে না। আর অপছন্দনীয় তিনটি বিষয় হলো অনর্থক কথা বলা, অধিক হারে প্রশ্ন করা এবং সম্পদ বিনষ্ট করা। (আবু দাউদ, হাদিস : ৪৩৩৮)