প্রাক-নির্বাচনী পরীক্ষা বয়কট করে বিক্ষোভ ও আন্দোলনে রাস্তায় নেমেছেন সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। তাদের দাবি, প্রাক নির্বাচনী পরীক্ষায় অতিরিক্ত ফি ও সেশন নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী পরীক্ষা বয়কট করেছেন। পরীক্ষা ফি ও বেতন বেশি নেয়ায় পরীক্ষা বয়কট করেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সাগরদিঘী বাজার চৌরাস্তায় প্রায় ঘন্টাব্যাপী এ আন্দোলন কর্মসূচী করেছেন। পরে পুলিশ তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে অনুরোধ করেন। জানা যায়, পরীক্ষার ফি ও বেতন চাওয়া হচ্ছে ২৫’শ টাকা। এতে দরিদ্র শিক্ষার্থীরা অর্থাভাবে পরীক্ষায় অংশ নিতে পারছে না। তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দেন বলে মৌখিক অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। নাজমুল হোসেন, রাকিব, সোহান, ইমরান, শিহাব, শাহারিয়ারসহ একাধিক শিক্ষার্থীরা বলেন, আশেপাশের বিভিন্ন স্কুলে এতো ফি নেয় না। আমাদের কাছে থেকে চাপ দিয়ে ফি ও বেতন চাচ্ছে। এতে আমরা প্রতিবাদ করলে বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার কেন্দ্রে প্রবেশে বাঁধা দিয়ে গেইটে তালা ঝুলিয়ে দেয়। পরে আমরা আন্দোলনে নেমেছি। এই প্রসঙ্গে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রহমত উল্লাহ বলেন, বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ফি নেয়া হচ্ছে। বিদ্যালয়ে কোন তালা ঝুলানো হয়নি। যদি তাই হতো ৩৭জন শিক্ষার্থী কিভাবে পরীক্ষা দিলো। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কিছু জানতাম না। তবে যদি কোন অনিয়ম হয়ে থাকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।