সিরাজগঞ্জে বিশ্ব ক্লাবফুট (মুগুড় পা) দিবস ২০২২পালন উপলক্ষে আলোচনা সভা,র্যালী ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে। ৪জুন শনিবার দুপুরে ২৫০ শয্য বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে দ্যা গ্লানকো ফাউন্ডেশন ও অর্থপেডিক সার্জারী বিভাগ সিরাজগঞ্জ আয়োজিত বিশ্ব ক্লাবফুট দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠান শুরুতে বিশ্ব ক্লাবফুট (মুগুড় পা) সেবাদান সম্পর্কে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়াক ফর লাইফ ও দি গ্লেনকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং কান্ট্রি ডিরেক্টর মি. কলিন ম্যাকফারলেন। “ চিকিৎসায় ভালো ফলাফল পেতে জন্মের পর যত দ্রুতসম্ভব পনসেটি পদ্ধতিতে ক্লাবফুট চিকিৎসা শুরু করা উত্তম” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্য বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার সাইফুল ইসলাম, ওয়াক ফর লাইফ সিরাজগঞ্জ ক্লিনিক তত্বাবধায়ক ও দিকনির্দেশক ডা: মো: ওলিউল ইসলাম ও ডা: দেলোয়ার হোসেন। এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, ওয়াক ফর লাইফ ক্লাবফুট সিরাজগঞ্জ ক্লিনিক ম্যানেজার মমতাজ সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা পুর্বে একটি বর্ণঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। বর্তমানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল এ এই কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্লিনিকটিতে এ পর্যন্ত ১১শত ৩জন শিশুর ক্লাবফুট বা মুগুড় পা চিকিৎসার আওতাভুক্ত করেছে যার মধ্যে ৯শত ৩০ জন শিমুকে টনোটমি নামক অপারেশন করা হয়েছে এবং প্রায় ৬শত জন শিশুকে ব্রেস ফলোআপ চিকিৎসার আওতায় রয়েছে। সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার ক্লিনিকটিতে বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।