জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে চোর চক্রকে মদদ দেবার অভিযোগ করেছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিতপল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমানের সমর্থনপুষ্ট একটি চোর চক্রের অত্যাচারে ইউনিয়নবাসী অতিষ্ট। চেয়ারম্যানের সমর্থনপুষ্ট চোর চক্রটি এলাকার কৃষকদের গরু ও বাড়ি-ঘরে চুরি করছে। চোরদের বিরুদ্ধে মামলা দিলেও চেয়ারম্যান তার প্রভাব খাটিয়ে চোরদের রক্ষা করেন। সংবাদ সম্মেলনে সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি প্রতি ওযার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে ১৫/২০ জন করে বিতর্কিত লোককে নেতা বানিয়েছেন। যাদের মধ্যে চোর সিন্ডিকেটের সদস্যও আছে। একজন চোরকে একটি স্কুলে চাকুরি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। সাবেক চেয়ারম্যান হারুন অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান আজিজ রাজাকার পরিবারের সদস্য। চোর সিন্ডিকেট দিয়ে কথিত সংবাদ সম্মেলন করে সাবেক চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করা হয় বলেও দাবি সাবেক চেয়ারম্যানের। চোর চক্রের সকল সদস্যকে গ্রেপ্তার এবং বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমানের শাস্তির দাবি জানান তিনি। সাবেক চেয়ারম্যানের এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান।