মুন্সীগঞ্জে জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: মো: মঞ্জুরুল আলম।এছাড়া উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: সোহাগ হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ডা: নাছির উদ্দিন ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহীন,সাংবাদিক সুমন ইসলাম প্রমূখ। এদিকে আগামী ১২জুন থেকে ১৫জুন পর্যন্ত ৪দিন ব্যাপি ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।এবার মুন্সীগঞ্জে ৬টি উপজেলায় ১৬শ’৩৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৯১২জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১লক্ষ ৭৫ হাজার ২৮জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।