নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজার সংলগ্ন মাওলানা সুলতান আহাম্মদের বাড়িতে গতকাল গালফ এয়ার ট্রাভেল্স সার্ভিসেস এর উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব কাজী জাফর আহাম্মদ জুয়েল এর পরিচালনায় উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা কাজী রশিদ আহাম্মদ, কাজী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী আব্দুজ্জাহের, মাওলানা মমিনুল হক প্রমুখ। প্রশিক্ষণে নোয়াখালীর বিশিষ্ট আলেমগণ, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্নস্তরের ব্যাক্তিবর্গ ও হজ্বব্রত পালনকারীরা উপস্থিত ছিলেন। হজ্ব পালনকালীন বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে প্রশিক্ষণে আলোচনা করা হয়।