শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

গ্রামাঞ্চলের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে : রিজভী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গ্রামাঞ্চলের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে। গতকাল বুধবার (১৫ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গ্রামাঞ্চলের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা একদম ভেঙে গেছে। মানুষের সুস্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা না থাকলে কোনো উন্নয়ন কাজে আসবে না। তিনি বলেন, অর্থনীতিবিদরা বলছেন মুদ্রাস্ফীতি যে হারে বাড়ছে এতে দেশের উদ্যোক্তা বাড়বে না। অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে, দেশে বেকারের সংখ্যা বাড়ছে। যদিও করোনার আগে থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে বেকারত্বের হার বাংলাদেশে বেশি। এই অবস্থায় বেকারত্বের সংখ্যা আরো বাড়বে। রিজভী বলেন, ‘এত টাকা বাজেট দিয়েছে অথচ স্বাস্থ্য খাতে বাজেট আগের মতো। গত বছর যা ছিল এবারো তাই। স্বাস্থ্যসেবা বৃদ্ধি পাবে না। এমনিতেই স্বাস্থ্যখাত ধ্বংস করে ফেলেছেন। এগুলো থেকে বোঝা যায় আপনারা জনগণের সরকার নয়। জোর করে ক্ষমতায় বসেছে আছেন।’ রিজভী আরো বলেন, ‘আজ কুমিল্লা নির্বাচন হচ্ছে। এ নির্বাচন বিএনপি আগেই প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যানের যে বিষয়গুলো বলা হয়েছে তা আজ প্রমাণিত। সকালে থেকেই অনলাইনগুলোতে দেখলাম বিভিন্ন বুথে পাতলা কাপড় দেয়া হয়েছে। যাতে বাহির থেকে দেখা যায় কে কোথায় ভোট দিলো। নৌকা মার্কা ছাড়া অন্য কোথাও ভোট দিলে বাইরে এসে থ্রেট দিবে। এতেই বোঝা যাচ্ছে বর্তমান সরকারের অধীনে নির্বাচন কেমন হবে। কোন কোন জায়গা থেকে কাকে কাকে জিতাতে হবে সরকার বলে দেবে, আর নির্বাচন কমিশন তাই করবে।’
পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মারুফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজান মিয়া সম্রাট, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, অ্যাবের নেতা কৃষিবিদ ছানোয়ার হোসেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com