গত ১৫ বছরে দেশের সাধারণ জনগণ বা শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য হিসাব পাননি বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। গতকাল সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা ভবনের হল রুমে এ কথা বলেন তিনি।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘পারিশ্রমিকের সঙ্গে অন্যান্য সুবিধাও দেয়া হয়নি। এছাড়া কলকারখানা বন্ধ হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা তরুণ ব্যবসায়ী বা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের তরুণ প্রজন্ম এবং ব্যবসায়ীদের প্রত্যাশা ও সমস্যাগুলো কী সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাদের আলোচনার প্রেক্ষিতে আমরা বৈঠক করেছি।’ এর আগে বৈঠকে বসেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানসহ শ্বেতপত্র কমিটির অন্য সদস্যরা এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।