বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

চৌহালীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও শুকনো খাবার বিতরণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

সিরাজগঞ্জের চৌহালীতে সাম্প্রতিক বন্যা এবং ২০১৯ সালের নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে (২১জুন) সম্ভূদিয়া বহুমুখী উ”চ বিদ্যালয় মাঠে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৬৬ টি পরিবারের মাঝে পরিবার প্রতি পঞ্চাশ হাজার টাকার চেক এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭২ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী শুকনো খাবার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন এর সাভাপতিত্বে চেক ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুখ আহাম্মদ। এ সময় আরও উপ¯ি’ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আখতারুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লা, থানার ওসি হারুন অর রশিদ প্রমুখ। সভাপতির বক্তব্যে মোছা. আফসানা ইয়াসমিন বলেন চৌহালী একটি নদী ভাঙন কবলিত এলাকা বিশেষ করে বাঘুটিয়া ইউনিয়ন এখন খুবই ঝুঁকির মধ্যে আছে। তিনি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে দ্রুত ¯’ায়ী বেড়িবাঁধ এর দাবী জানান। প্রধান অতিথির বক্তব্যে ড. ফারুখ আহম্মেদ বলেন- সরকারের ভিশন ২০২১ ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে, আজ দেশবাসী তার সুফল পা”েছ। এছাড়াও নদী ভাঙন রোধে প্রকল্প গ্রহণ, চরাঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধানে টাওয়ার ¯’াপনের বিষয়ে দ্রুত কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com