সাভারের আশুলিয়া হাজি ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ন্যাক্কার জনক ভাবে অমানবিক নির্যাতন ও সারাদেশে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষক বন্ধন এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মনোহরদী উপজেলার শিক্ষকবৃন্দ। গত রবিবার ১১টায় উপজেলা শিক্ষক বন্ধনের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শিক্ষকদের শাসন করার অধিকার কেড়ে নেয়াকে দায়ী করে বলেন, শিক্ষকদের শাসন করার অধিকার থাকলে সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠে শিক্ষার্থীরা। আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা ও নড়াইলে স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা দিয়ে কলেজ প্রাঙ্গনে ঘুরানোর ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবী করেন। অন্যথায় ঈদুল আযহার পর কঠিন আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন তারা।