নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে কারআন তেলোয়াত ও আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচী পালিত হয়। উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে যুগান্তর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার, প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, পথ পাঠাগার এর সভাপতি ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্য কবি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক এনসি সরকার, ধ্রুব সরকার, সুমন রায়, কে এস বাবু, মানবতার ফেরিওয়ালা রিক্সা চালক তারা মিয়া প্রমুখ। এছাড়া রাজনৈতিক, শিল্পী, শিক্ষক, পাঠক, ব্যবসায়ী ও পত্রিকার হকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নুরুল ইসলাম বাবুল বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন ব্যক্তি। তিনি শূন্য থেকে ৪৩টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নিজের দেশের কথা ভেবে, যুব সমাজের কর্মসংস্থানের লক্ষে দেশেই গড়ে তুলেছেন নানা ধরনের শিল্পপ্রতিষ্ঠান। ১৯৭৪ সালে যমুনা ইলেকট্রনিক এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় যমুনা গ্রুপের পথচলা। তিনি ২০২০ সালের ১৩ জুলাই করোনা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ালোচনা শেষে, মাওলানা মো. সিরাজুল ইসলামের পরিচালনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান, স্বপ্নসারথি, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।