নেত্রকোণার কলমাকান্দায় বন্যার্ত মানুষের জন্য সেনাবাহিনীর অব্যাহত সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন জিওসি মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, বিএসপি (বার), এনডিসি, পিএসসি।
গতকাল বুধবার (১৩ জুলাই) দিনব্যাপী কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বাহাদুরকান্দা, বাবনি ও বড়খাপন ইউনিয়নের কেশবপুর গ্রামসহ বন্যার্ত হাওর এলাকায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা, ঘূর্ণায়মান ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট স্থাপন করে বিশুদ্ধ পানি সরবরাহ ও ত্রাণ সামগ্রী বিতরনসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ।
এসময় সঙ্গে ছিলেন, কমান্ডার সদর দপ্তর ৭৭ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি ও কলমাকান্দা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ নেছারুল হক আশিফ, এসজিপি ও বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
পরিদর্শণ করার সময়ে মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী কেশবপুর, বাহাদুরকান্দা, বাবনি সহ টাংগুয়ার হাওর এলাকার বন্যার্ত লোকজনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।