সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ হরগঙ্গা মহাবিদ্যালয়ের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

হুমায়ুন কবির মুন্সীগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ২০ জুলাই, ২০২২

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মুন্সীগঞ্জ ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের সম্মান প্রথম বর্ষ (সম্মান) ২১-২২” ৮৮জন নবীনদের বরণ করা হয়। বুধবার (২০ ই) জুলাই সকাল ১১.৩০ সমায় কলেজের ১৫বিভাগের নবাগত শিক্ষার্থীদের একযোগে বরণ করে নেয়া হয়। প্রধান অতিথি কলেজের অধ?্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাই তালুকদার ইসলামের ইতিহাসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য পদান করেন। এই নবীন বরণ অনুষ্ঠানে বিভাগীয় প্রধান মো: আব্দুল হান্নান খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ?্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাই তালুকদার, বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর খান রফিকুল ইসলাম অত্র কলেজের শিক্ষক পরিষদ সম্মাদক মোহাম্মদ জামাল হোসেন। প্রভাষক মো:শরীফুল ইসলামের উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির সেখ। পরে নবাগত শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। পরে অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ?্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাই তালুকদার ছাত্র, ছাত্রীদের উদ্দেশ্যে বলেন ছাত্রজীননে লেভাপড়ার সাথে নিজেকে প্রকৃত শিক্ষার মান ধরে রাখতে পাড়লেই তোমাদের জীবন উন্নতির স্বর্ণশিখরে পৌচ্ছাতে পারবে। মানুষ হবার সময় এই ছাত্রজীবন । সকলই এই সময়কে কাজে লাগাকে হবে। নবীন বরণে আগত সকল নবীনদের একটি করে ফাইল উপহার দেয়া হয়। সকলকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মনোগ্রাম সম্বলিত একটি মাস্ক দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com