ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। গতকাল বুধবার (২৭ জুলাই) রাত থেকে গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে যানজট ছিল। বর্তমানে দাউদকান্দির জিংলাতলী থেকে শুরু করে প্রায় ১৫ কিলোমিটার অংশে ধীরগতিতে যানবাহন চলছে। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর শুনেছি। তখন থেকে যানজট ছিল। তবে সকাল থেকে আমার এলাকায় যানবাহনের জটলা নেই, কিন্তু ধীরগতি আছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, রাত ১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঢাকামুখী কনটেইনারবাহী লরি উল্টে যায়। এতে রাতে যানবাহনের জটলা লাগে। রেকার ও ক্রেন দিয়ে দীর্ঘ সময়ের চেষ্টার পর লরিটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সরানো হয়। সেটি সরানোর পর থেকে যানবাহনের জটলা ভাঙে। এখন সেই জটলা নেই, তবে ধীরগতি আছে। আরও আধাঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. রহমত উল্ল্যাহ ঢাকা পোস্টকে বলেন, রাতে লরিটি উল্টে যাওয়ায় রেকার দিয়ে সরানো সম্ভব হয়নি। ৫-৬ ঘণ্টার প্রচেষ্টায় ক্রেন নিয়ে পরে ওই লরিটি সরানো হয়। চার লেন থেকে দুই লেন সড়ক ব্লক হয়ে থাকায় আমরা দুই লেন দিয়ে ঢাকা এবং চট্টগ্রাম উভয়মুখী গাড়ি চলাচলের ব্যবস্থা করি। বর্তমানে যানবাহনের জটলা নেই, তবে ধীরগতি আছে। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।