রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’(পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় বলিযাকান্দি উপজেলার ক্ষুদ্রনৃগোষ্ঠী পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২৮ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রশাসন আয়োজনে অডিটোরিয়াম হলরুমের সামনে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতা, প্রকল্প কর্মকর্তা নাসরিন সুলতানা ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ক্ষুদ্রনৃগোষ্ঠী পরিবারের ১০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬ ০, ষষ্ঠ হতে ১০ম শ্রেনীর ৩০ জন,একাদ্বশ হতে দ্বাদশ শ্রেনীর ১০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্য গত বছরের ৩০ জন শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির বকেয়া পরিশোধ করা হয়।