শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

হিলি রেলস্টেশনকে আধুনিকায়ন ও সকল ট্রেন থামানো দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মোসলেম উদ্দিন হিলি (দিনাজপুর) :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২

দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন আধুনিকায়ন ও অন্তঃনগর ট্রেন সহ সকল ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। রবিবার (৩১ জুলাই) সকাল ১০ টায় হিলি রেল স্টেশনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর নেতৃত্বে আধাঘণ্টা ব্যাপী মানববন্ধন করেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা সহ স্থানীয়রা। মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, বঙ্গবন্ধুর সৈনিক। দেশকে ভালবেসে যুদ্ধ করেছি, দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীন বাংলায় আমরা স্বাধীন ভাবে বাঁচতে চাই। তবে কেন দেশের মাঝে ভিন্ন নিয়ম? আমরা হিলিবাসীরা কেন অবহেলিত? আমাদের এখানে একটি স্থলবন্দর রয়েছে, ইমিগ্রেশন রয়েছে। সরকার এখান থেকে কোটি কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। তাহলে কেন আমাদের ভাগ্যের কোন উন্নয়ন নেই। তাঁরা আরও বলেন, আমরা প্রধানমন্ত্রী সহ দেশের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বারক লিপি প্রদান করবো। আমাদের এই রেল স্টেশনকে আধুনিকায়ন সহ সকল ট্রেনের থামানো অনুমিত দিতে হবে। তা না হলে আগামীতে আমরা আরও কঠোর অবস্থানে যাবো। মানববন্ধন শেষে প্রথমে স্বারক লিপি হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্তের হাতে প্রদান করেন মুক্তিযোদ্ধারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com