ফরিদপুরের নগরকান্দায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনায় এ সব অবৈধ ড্রেজার মেশিন ভেঙে দেয়। নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের চৌসারা গ্রামে বেশ কিছু দিন যাবত অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। এ সংবাদ পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ড্রেজার মেশিনের মালিককে না পাওয়ায় মেশিনে সংযুক্ত থাকা পাইপ ও ড্রেজার মেশিন টি ভেঙে জনসম্মুখে পুকুরে ডুবিয়ে দেয়। এছাড়া ও ফুলসুতি গ্রামের মামুন চৌধুরী প্রায় এক বছর যাবৎ ফুলসুতি কাজী কড়িয়াল সংযুক্ত বিলের মধ্যে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে বলে এলাকাবাসী জানান।