মিরসরাই উপজেলার উত্তর সোনা পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাইর
উদ্যোগে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। বুধবার (৩আগষ্ট) এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় এইদিনে ২২৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এর আগেও অনেক গুলো রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে সংগঠনটি। এই সংগঠন টির উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মকে রক্ত দানে উৎসাহ দেওয়া এবং নতুন রক্ত দাতা তৈরি করা। সংগঠনের এডমিন আবু তৈয়ব বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমরা চাই এ শিশুরা যেনো আগামীর রক্ত দাতা হয় সে চেষ্টায় আমাদের এই আয়োজন। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে কমপক্ষে একজন রক্ত দাতা তৈরি হোক। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই এর এ্যাডমিন তানবীর,মির হোসেন, আবু তৈয়ব, মডারেটর অপূর্ব, সাদিপা সাদি, সদ্যস্য সাকিব, আজিজ, বাবলু, সাকিব ভুঁইয়া, আজিজ, সরিফ, জেনী, রাজু প্রমুখ।