শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘বাসপ’ সম্মাননা পদক ২০২২ লাভ করেন করেছেন। আলতাফ হোসাইন রানা ১৯৭০ সালে ৬ জুন বরিশাল জেলার গৌরনদী থানার চাঁদশী গ্রামে জন্মগ্রহণ করেন । স্কুল জীবন থেকেই লেখালেখিতে হাতেখড়ি । আলতাফ হোসাইন রানা’র প্রকাশিত গ্রন্থের মধ্যে ছন্দে ছন্দে ছড়া, দেশ জনতার ছড়া ,ছড়ায় আল্লাহর দান,সিন্ডরেলা , ময়ূরের নাচ , ডাইনীবুড়ি ও জমিদার পুত্র , করবী শুধু তোমার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য ।
উল্লেখ্য, ৯০ দশকের প্রতিশ্রুতিশীল ছড়াকার শিশু সাহিত্যিক আলতাফ হোসাইন রানা গত ৩০ শে জুলাই ২০২২ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ)আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসপ এর চেয়ারম্যান নাট্যকার কবি রানা হোসেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব জনাব সৈয়দ মার্গুব মোর্শেদ , বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর এবিএম শহিদুল ইসলাম , প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান জনাব সৈয়দ মার্গুব মোর্শেদ এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ছড়াকার শিশু সাহিত্যিক আলতাফ হোসাইন রানা । প্রেসবিজ্ঞপ্তি