মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ছিনিয়ে নিতে টোপ আমিরাতের!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২

দেশের বিগ ব্যাশ লিগ ছেড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আগ্রহী হয়ে পড়েছেন আমিরাতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ (আইএলটি২০) খেলতে। সুযোগ বুঝে তাদের টোপ দেখাতে শুরু করলেন আমিরাত লিগের আয়োজকরা। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের খবর, সে দেশের সেরা ১৫ জন ক্রিকেটারকে মোটা অঙ্কের টোপ দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার আশঙ্কা, অনেকেই বিগ ব্যাশ লিগে না খেলে আমিরাতে লিগে খেলতে পারেন। বিগ ব্যাশ লিগ ১৩ ডিসেম্বর থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্য দিকে, আইএলটি২০ খেলতে পরের বছর ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হবে। বিগ ব্যাশে খেললে আমিরাতের প্রতিযোগিতায় অংশ নেয়ার কোনো সুযোগ নেই অজি ক্রিকেটারদের কাছে। এ অবস্থায়, টাকার লোভে অনেকেই বিগ ব্যাশে খেলতে অস্বীকার করতে পারেন। তাদের মধ্যেই একজন ডেভিড ওয়ার্নার, যিনি প্রকাশ্যেই আমিরাতের লিগে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের খবর, বিগ ব্যাশ ছেড়ে আমিরাতে খেলার জন্য ১৫ জন ক্রিকেটারকে সাত লাখ অস্ট্রেলীয় ডলার দেয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় চুক্তি অনুসারে বিগ ব্যাশে খেলতে বাধ্য নন কোনো অস্ট্রেলীয় ক্রিকেটার। এখন পর্যন্ত বিগ ব্যাশে সর্বোচ্চ দাম পেয়েছেন ডার্সি শর্ট (২ লাখ ৫৮ হাজার অস্ট্রেলীয় ডলার)। এর থেকে বেশি টাকা আইপিএলে পান অজি ক্রিকেটাররা। আইপিএলের মালিকরাই আমিরাত লিগে বিভিন্ন দলের মালিক। ফলে অনেকেই মনে করছেন, বিগ ব্যাশে ক্রিকেটারদের ধরে রাখতে টাকার অঙ্ক আরো বাড়াতে হবে। না হলে ভবিষ্যতে অনেক ওয়ার্নারকেই হারাতে হতে পারে। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com