পটুয়াখালীর গলাচিপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মীনি বাঙ্গালী নারীর অগ্র-মা বেগম ফজিলাতু নেছা মুজিবের ৯২ তম জন্ম-বার্ষিকি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা দোয়া-মোনাজাত ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কর্মসূচির সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে, স্থানীয় উপজেলা সকল সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সূধি, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন গণ-মাধ্যমের সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, সাবে সভাপতি আওয়ামী লীগ নেতা হাজী মো. শাহজাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবদুল মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ সালমা ওয়াহিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন সানু ঢালী ও প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সভায় বঙ্গমাতার জীবনী নিয়ে বক্তব্য রাখেন গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় প্রমুখ। আলোচনা শেষে প্রশিক্ষিত ১২জন নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। প্রতিটি মেশিনের মূল্য ৮ হাজার টাকা। এছাড়া প্রধান মন্ত্রীর তহবিল থেকে ৫জন অসচ্ছল নারীদেরকে বিকাশের মাধ্যমে দু’হাজর টাকা প্রদান করা হয়। পরে উপজেলা প্রশাসনের নানাবিধ কর্মসূচিনিয়ে জাতীয় শোক দিবস/২২ উপলক্ষে ইউ এন,ও সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।