সিরাজগঞ্জের শাহজাদপুরে বিনা নোটিসে কোর্টের নির্দেশে একটি বসত বাড়ি উচ্ছেদের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঐ উচ্ছেদের শিকার পরিবারের পক্ষ থেকে দাবী করছে। এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে উচ্ছেদের শিকার হওয়া অসহায় পরিবার। ঘটনাটি ঘটেছে গত শনিবার (০৬ আগষ্ট) পৌর এলাকার রামবাড়ী মহল্লায়। এর প্রতিকার চেয়ে উচ্ছেদ হওয়া অসহায় পরিবারটি রবিবার রাতে রামবাড়ী মহল্লায় সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে অসহায় উচ্ছেদ হওয়া পরিবারের পক্ষে গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে বলেন, সাবিতুন্নেছা গং আমাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা বেলকুচি সহকারি জজ আদালতে ১৯৯৮ সালের ২১ নং বাটোয়ারা মামলা দায়ের করে। পরে গত ৬ মার্চ বেলকুচি থানা সহকারি জজ আদালত আমাদের পক্ষে রায় প্রদান করেন। পক্ষে রায় পাওয়ার কারনে আমরা নিশ্চিন্তে আমাদের নীজ বাড়িতে বসত করে আসছিলাম। আকস্মিকভাবে গত শনিবার সকালে কোর্টের এ্যাডভোকেট কমিশনার শাহজান আলী সাজু, নাজির মোঃ মোজাম্মেল হকের উপস্থিতিতে শাহজাদপুর থানা পুলিশের সহযোগীতায় বুলডোজার দিয়ে আমাদের বসত বাড়ি ভাংতে শুরু করে। আমরা এ ব্যাপারে প্রশ্ন করলে নাজির বলেন, সাবিতুন্নেছা গং এর ওয়ারিশ মোঃ মমিন মামলায় ডিগ্রী পেয়েছে কোর্টের নির্দেশে আমরা বাড়ি উচ্ছেদ করতে এসেছি। আমাদের কোন আকুতি মিনতি শোনেননি এমন কি আমাদের ঘরের আসবাবপত্র, টাকা পয়সা, স্বর্নালঙ্কার কোন কিছুই সরানোর সুযোগ না দিয়ে একে একে আমাদের আধাপাকা ৩ টি ঘর ভেঙ্গে গুরিয়ে দিয়েছে। ফলে আমাদের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, গত ৬ মার্চ আমরা ডিগ্রী পাওয়ার পর সাবিতুন্নেছার ওয়ারিশ মোঃ মমিন কবে কোর্টে আপিল মামলা দায়ের করেছে তা আমরা কিছুই জানিনা কারন আমাদের কাছে কোর্ট থেকে কোন নোটিস আসেনি। এমনকি উচ্ছেদেরও কোন নোটিশ আমরা পাইনি। বিনা নোটিশে মমিন গং কি করে আপিল মামলার ডিগ্রী পেলো আবার বিনা নোটিশে কিভাবে আমাদের বসত বাড়ি উচ্ছেদ করা হলো সংবাদ পত্রে প্রকাশের মাধ্যেমে এর প্রতিকার চেয়ে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। এ ব্যাপারে, শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান সাংবাদিকদের বলেন, আদালতের আদেশে উচ্ছেদ পরিচালিত হয়। সেখানে যেন বিশৃঙ্খলা না হয়, এবং সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন নিয়ে ওখানে উপস্থিত ছিলাম। উচ্ছেদের নোটিশের ব্যাপারে তিনি বলেন, এটা আদালতের ব্যাপার তিনি নোটিশ পেয়েছেন কি না এব্যাপারে আমি কিছু জানিনা। কোর্টের নাজির মোঃ মোজাম্মেল হক বলেন, উচ্ছেদের আগে আদালত থেকে তাদের বাড়ি কমিশন করা হয়েছে সেটা তারা জানেন এবং মমিন গং যে এই মামলা কনটেষ্ট করেছেন এটাও তারা জানেন সে কারনেই তারা নোটিশ পাননি।