মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
দৃষ্টিনন্দন নতুন সড়কে বদলে যাবে ফরিদগঞ্জ চান্দ্রা-সেকদি-টুবগি এলাকার সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে দক্ষ জনশক্তি গঠনের আলোকে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন নগরকান্দা ও সালথায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আজ রাউজানে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র ডাকা আধাবেলা অবরোধ পালিত শেরপুরে কলেজ শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন চট্টগ্রামে চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব সেতুর দাবীতে মানববন্ধন ও সমাবেশ

জাকির হোসেন কামাল কাপাসিয়া (গাজীপুর) :
  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে গাজীপুরের কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীর উপর সেতু নির্মাণের দাবীতে সেতু বাস্তবায়ন কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে শনিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের সাফাইশ্রী-তরগাঁও খেয়াঘাট সংলগ্ন শীতল্যা নদীর উপর বঙ্গমাতার নামে শেখ ফজিলাতুন্নেছা মুজিব সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ গণি এবং সদস্য সচিব রেহান উদ্দিন বেপারীর সার্বিক তত্বাবধানে এলাকাবাসী নদী তীরবর্তী স্থানে শতস্ফুর্ত সমবেত হন। সাংবাদিক বেলায়েত হোসেন শামীমের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজমত খান, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, আব্দুস সামাদ মাষ্টার, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাফাইশ্রী যুব সংঘের সভাপতি শেখ সাইফুল ইসলাম নান্না, পারভেজ রানা, সাখাওয়াত হোসেন ফারুক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মফিজ উদ্দিন সরকার, মকবুল হোসেন, ইসমাইল মোড়ল, কাওসার সরকার, আলীম উদ্দিন, আমিনুল ইসলাম সরকার, আহবুব আলম প্রমূখ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ২০১৯ সালের ১৯ সেপ্টম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর উন্নয়ন স্কীম গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত একটি চিাঠ প্রেরন করেন। উপসচিব জেসমিন পারভীন স্বাক্ষরিত পত্রে সেতুর দাবীতে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) কাপাসিয়া অফিস সরেজমিনে সেতুর প্রস্তাবিত স্থানে নিমার্ণের সম্ভাবতা যাচাই শুরু করেছেন বলে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com